২ ভোট কেন্দ্র
ময়মনসিংহে ২ ভোট কেন্দ্রে আগুন
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুইটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে দুইটি ভোটেকেন্দ্রে আগুনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দাইল সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়া হয়।
আরও পড়ুন: রামুর বৌদ্ধ বিহারে আগুন
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, ভোরে বিদ্যালয়ের একটি কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে পুড়ে যায় কক্ষের বেশ কিছু আসবাবপত্র।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩ ভোট কেন্দ্রে আগুন
অপরদিকে জেলার নান্দাইল উপজেলার ৮ নম্বর সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ওই বিদ্যালয়েও ভোট কেন্দ্র রয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার মাছুম আহামদ ভূঞা জানান, প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। দুইটি ভোটেকেন্দ্রে আগুনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরের কালিয়াকৈরে ভোটকেন্দ্রে আগুন
৯ মাস আগে