শতভাগ আশাবাদী
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: ভোট দেওয়ার পর সাকিব
মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
রবিবার সকাল ৮টা ১ মিনিটে নগরীর দাড়ি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।
শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে বিভিন্ন ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: সাকিব আল হাসানকে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ
মাগুরা-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এই আসনে মোট ৪লাখ ৪৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে মাগুরা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আইনজীবী সাইফুজ্জামান শিখর।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সাকিব
অন্যদিকে সকাল ১০টায় মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডক্টর শ্রী বীরেন শিকদার শালিখা উপজেলার সিংড়া স্কুল ভোটকেন্দ্রে তার ভোট দেন।
তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
সেনাবাহিনী বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর পাঁচ হাজার ৬৮ জন সদস্য এবং এর পাশাপাশি ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব
১০ মাস আগে