মেহেরপুর-১
মেহেরপুর-১: ভোটারদের বাধা দেওয়ায় ৪ জনের কারাদণ্ড
ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের চার সমর্থককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার(৭ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত তাদের এই কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আরও পড়ুন: শফিকুল ইসলাম মাসুদসহ ১০ জনের কারাদণ্ড
সদর উপজেলার বড়দী ইউনিয়নের কালাইডাঙ্গা ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নৌকা প্রার্থীর তিন সমর্থককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া মুজিবনগর উপজেলার কাঁঠালপোতা কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবদুল মান্নানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক নৌকা সমর্থককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরও পড়ুন: কুড়িগ্রাম-৩ আসন: জালভোট দেওয়ায় যুবকের ৫ বছর কারাদণ্ড, প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মান্নান ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: ভোট দেওয়ার পর সাকিব
১১ মাস আগে