লালমনিরহাট-২ আসন
হ্যাটট্রিক করলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে (আদিতমারী-কালীগঞ্জ) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। টানা তৃতীয়বারের মতো এমপি হলেন তিনি।
রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের চেয়ে ৪৬ হাজার ৯৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
আরও পড়ুন: আট বিভাগে প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
মোট ১৪৪টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১২০টি কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে নৌকা প্রতীকের সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ২৪০ ভোট। জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫০১ ভোট।
মোট ভোটার ছিল ৪ লাখ দুই হাজার ৩৪ জন।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আদিতমারী কালীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে তিনি আদিতমারী-কালীগঞ্জকে নতুনভাবে সাজাতে চাই।
আরও পড়ুন: বিএনপির অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে: সমাজকল্যাণমন্ত্রী
তিনি আরও বলেন, আমি বিগত দিনে এই এলাকার যে পরিমাণ উন্নয়ন করেছি আমার এই এলাকার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে কৃতার্থ করেছেন আমি আগামী দিনেও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, লালমনিরহাটে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের সব প্রত্যাশা পূরণ করা হবে: সমাজকল্যাণমন্ত্রী
১১ মাস আগে