নাটোর-৩ আসন
দ্বাদশ জাতীয় নির্বাচন: চতুর্থবারের মতো বিজয়ী পলক
নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বীকে ৯২ হাজার ৬৮৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে টানা চতুর্থবারের মতো জয়ী হলেন তিনি।
আরও পড়ুন: দেশের উন্নয়ন দর্শনের মূল কারিগর বঙ্গবন্ধু: পলক
পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৩ হাজার ১৯ ভোট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মোট ১ লাখ ৭৮ হাজার ৭২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: শেয়ারট্রিপের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে এসটি পে চালু
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা ও সহযোগিতার কারণে রবিবারের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৪০ শতাংশ হতে পারে।
আরও পড়ুন: দারুণ সব অফারসহ শেয়ারট্রিপ এর ৫ লাখ ডাউনলোড উদযাপন!
১০ মাস আগে