ভুরুঙ্গামারী
কুড়িগ্রামে বাজি ধরে নদে ঝাঁপ: ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে বাজি ধরে দুধকুমার নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ৫ দিন পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত বাবুল মিয়া (২২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে।
পাইকেরছড়া ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার সকালে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৫০০ টাকা বাজি ধরে মধ্যরাতে নদে ঝাঁপ, যুবক নিখোঁজ
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসেবে যায় বাবুল। রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা করে দুধকুমার নদ পাড় হওয়ার সময় বন্ধুদের সঙ্গে নদী সাঁতরে ওপারে যাওয়ার বাজি ধরে বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠাণ্ডায় মাঝ নদীতে ঝাঁপ দেয় সে।
কিছুদূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে পানিতে তলিয়ে যায় বাবুল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এর ডুবুরি দল দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
নদের বিভিন্ন স্থানে খুঁজেও কোনো সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করে ফায়ারসার্ভিস।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার জুমার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৪
কুড়িগ্রামে অটোরিকশা কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন চালক
১ বছর আগে
ভুরুঙ্গামারীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহতের অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টার উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আজিজুল হক (৬০)। অভিযুক্ত ফজল হক (৬৫) তার আপন বড় ভাই। তারা পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২-৩ দিন আগে ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। তিনি এ জন্য তার বড় ভাই ফজল হক ও তার দুই ছেলেদের অভিযুক্ত করেন। এ নিয়ে দ্বন্দ্বে সোমবার সকালের দিকে ছোট ভাই আজিজুল হক তার নিজের ধানখেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী ,দুই ছেল সোহেল (৩৫), রতন (২৪) এক পুত্রবধূ সকলে মিলে জমিতেই তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক নিহত হয়। ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২
বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া জানান, বিষয়টি পারিবারিক টাকা-পয়সা সংক্রান্ত বলে জানতে পেরেছি। সকালের দিকে আজিজুল হক ধানকাটা অবস্থায় তাকে মারধর করে বড় ভাইয়ের পরিবার। এসময় ও ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
২ বছর আগে
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ী নিহত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের এই ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ (৫০) একই গ্রামের মুনছের আলীর ছেলে।
আরও পড়ুন: লাইনে সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (আসাদ) জানান, সোমবার সকালের দিকে ঘরে টিভির লাইন চেক করতে গিয়ে অসাবধানতাবশত সকেটের ভেতরে হাতের নখ ঢুকে পড়লে তিনি বিদ্যুতায়িত হন। পরে তার স্ত্রীর চিৎকারে বাড়ির লোকজন এসে আবু সাঈদকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
২ বছর আগে
ভুরুঙ্গামারীতে কালবৈশাখীর তান্ডবে দুই শতাধিক বসতবাড়ি লন্ডভন্ড
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর পাঁচটি ইউনিয়নের কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক বসতবাড়ি, গাছপালা ও বোরো ধান খেতের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ মে) ভোর চারটার দিকে ভুরুঙ্গামারী সদর, পাইকেরছড়া, চর ভুরুঙ্গামারী, শিলখুড়িসহ বঙ্গসোনাহাট ইউনিয়নের বেশ কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। যা প্রায় ঘন্টাব্যাপী চলমান থাকে। এতে কালবৈশাখী তান্ডবে দুই শতাধিক বসতবাড়ি, গাছপালা, বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সাংবাদিক মেসবাহুল জানান, ভোররাতে হঠাৎ তার পাইকেরছড়া গ্রামে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। ঝড়ে তার গ্রামের রব্বানী, আমিনুল ও জলিলের বসত ঘর ভেঙে পড়াসহ বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও এলাকার কয়েকটি স্থানে গাছ বৈদ্যুতিক তারের ওপর উপড়ে পড়া ও বৈদ্যুতিক সিড়ি পরে যাওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে দুর্ভোগে রয়েছেন কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেও তিনি জানান।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আবু সাহাদাত মো. বজলুর রহমান বলেন, ভোররাত চারটার দিকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে আমার ওয়ার্ডের ২০-২৫টি পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়েছে। এবং ঝড় ও বৃষ্টিতে অন্তত ১শ’ একর জমির পাকা ও আধাপাকা বোরো ধান খেত হেলে পড়াসহ পানিতে তলিয়ে গেছে। ঝড়ে আমার বসতবাড়ির দুটি ঘরসহ গাছপালা ভেঙে পড়েছে। সেগুলো মেরামতে কাজ করছি আমি, যোগ করেন তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু
২ বছর আগে
কুড়িগ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যু
জেলার ভুরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া (খোচাবাড়ী) গ্রামে বৃহস্পতিবার বজ্রপাতে একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন।
৪ বছর আগে
কুড়িগ্রামে পুলিশ হেফাজতে অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ
নির্যাতনের কারণে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে রবিবার দিবাগত রাতে পুলিশ হেফাজতে থাকা এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে