১৫ প্রার্থী
চুয়াডাঙ্গায় ১৫ প্রার্থীর মধ্যে ৯ জন জামানত হারালেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনের ১৫ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী এম এ শহীদুর রহমান, জাতীয় পার্টির সোহরাব হোসেন, জাকের পার্টির আব্দুল লতিফ খান, স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম, স্বতন্ত্র নজরুল মল্লিক, জাতীয় পার্টির রবিউল ইসলাম ও জাসদের দেওয়ান মো. ইয়াসিন উল্লাহ। এ ছাড়া চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী।
আরও পড়ুন: ২২ দল আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি নির্বাচন কমিশনে
এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ৩ জন এবং চুয়াডাঙ্গা-২ আসনে ৬ জন প্রার্থী রয়েছেন বলে রবিবার রাতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পান, তাহলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।
আরও পড়ুন: কোনো কেন্দ্রে জাল ভোট হলে প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হবে: নির্বাচন কমিশনার
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তারা সবাই তাদের জামানত বাঁচাতে ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নিয়ম অনুযায়ী যারা নির্বাচনে মোট ভোটের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ ভোট পাননি, তারা জামানতের টাকা ফেরত পাবেন না।
দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে।
আরও পড়ুন: ভালো নির্বাচন না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে: নির্বাচন কমিশনার
১১ মাস আগে