দাবি আদায়
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার একদলীয় নির্বাচন নিয়ে আত্মতুষ্টি করলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে।
রাজধানীর কমলাপুর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রতিবেশী দেশ হস্তক্ষেপ করছে: রিজভী
তিনি বলেন, 'তারা (সরকার) এ ধরনের নির্বাচন করে এবং ভোটের নামে তামাশা করে জনগণের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। একতরফা নির্বাচন নিয়ে সরকার যতই আত্মতুষ্টি করুক না কেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে।
তিনি বলেন, যারা ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী, তারাই নির্বাচনের দৌড়ে ছিলেন। তিনি বলেন, 'দেখা গেছে, ভোটারদের অনুপস্থিতিতে ফাঁকা ভোটকেন্দ্রে তারা নিজেরাই ব্যালটে সিল মেরেছে, একে অপরের সঙ্গে লড়াই করেছে, সহিংসতায় লিপ্ত হয়েছে এবং একে অপরকে হত্যা ও আহত করেছে।’
রিজভী বলেন, সরকারের সব হুমকি-ধমকি উপেক্ষা করে নির্বাচন বর্জন করায় বিএনপিসহ সমমনা দলগুলো দেশের সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানিয়েছে।
আরও পড়ুন: একতরফা নির্বাচনেও রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: রিজভী
তিনি বলেন,‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা রাস্তায় আছি, জনগণের সঙ্গে আছি এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। অবশ্যই আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব।’
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কমলাপুর রেলস্টেশনের কাছে লিফলেট বিতরণকরে গণসংযোগ করেন রিজভী।
এর আগে বৈধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে জনসমর্থন আদায়ে মঙ্গলবার ও বুধবার দুই দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আরও পড়ুন: স্বতন্ত্ররা আলাদা থাকলে বিরোধী দলে প্রাধান্য পাবে জাতীয় পার্টি: আইনমন্ত্রী
১১ মাস আগে