ত্রিপুরা সর্দার
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ত্রিপুরা সর্দার নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় শংকর ত্রিপুরা (৬৫) নামে এক ত্রিপুরা সর্দার নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে চারটার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতানা মন্দির এলাকায় মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহত শংকর ত্রিপুরা ওই এলাকার পাহাড়ি ত্রিপুরা পাড়ার মৃত মনকরাই ত্রিপুরার ছেলে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালক নিহত
জানা যায়, নিহত শংকর ত্রিপুরা প্রতিদিনের মতো সুলতানা মন্দির এলাকায় একটি মন্দিরে গীতা পাঠ করতে যাওয়ার সময় জিপিএইচ ইস্পাত কারখানার সামনে ঢাকামুখী একটি স্টার লাইন বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
এসময় স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ত্রিপুরা সর্দার শংকর মারা যাওয়ার খবরে পাহাড় থেকে শতাধিক ত্রিপুরা অধিবাসী মহাসড়কে এসে স্টার লাইনের সব বাস আটকে বিক্ষোভ করে।
আরও পড়ুন: ডেমরায় লেগুনায় বাসের ধাক্কা, নিহত ৩
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে হাজির হয়ে গাড়ির মালিক পক্ষের সঙ্গে সমোঝোতার আশ্বাস দিলে ত্রিপুরা জনগোষ্ঠীর সড়ক থেকে সরে যান।
ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, স্টার লাইনের একটি বাসের ধাক্কায় এক ত্রিপুরা ব্যক্তি নিহত হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: জৈন্তাপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
১০ মাস আগে