বদলগাছী
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষ্ণ রবিদাস নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর দিকে উপজেলা সদরে বদলগাছী সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুনামগঞ্জে ঘোড়ার লাথিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
দুর্ঘটনা পরপরই বাস নিয়ে চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, কৃষ্ণ রবিদাস বোনের বাড়িতে যাওয়ার সময় একটি বাস তার অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধ্বসে শ্রমিক নিহত
নড়াইলে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৭ মাস আগে
চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে নওগাঁ জেলার বদলগাছীতেও ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত কয়েক দিন ধরে জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকলেও হঠাৎ করে আজ নেমে গেছে। সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ জেলার ও দেশের মধ্যে সর্বনিম্ন।
তিনি আরও বলেন, নওগাঁ জেলার বদলগাছীতেও ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফলে যৌথভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই দুই জায়গায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় ঠাণ্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে কমেছে মানুষের চলাচল। শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছে নিম্ন আয়ের মানুষ।
দিনমজুর সাত্তার আলী বলেন, ‘খুব শীত পড়ছে। আজ কাজে যেতে পারিনি। কাজ না করলে সংসার চালানো কষ্ট হয়ে যাবে।'
চালক আলামিন বলেন, ‘শীতে মানুষ বাইরে কম বের হচ্ছে। তাই যাত্রী কম। আর যে শীত, গাড়ি চালানোও খুব কষ্টের।’
উল্লেখ্য, গত কয়েক দিন রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সকাল থেকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসে। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা যায়। যার কারণে রাস্তাঘাটে মানুষ চলাচল তুলনামূলক কম দেখা যাচ্ছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
১০ মাস আগে