২ মামলা
৯ মামলায় মির্জা ফখরুলের জামিন, বিচারাধীন আরও ২ মামলা
রাজধানীর রমনা ও পল্টন থানার ৯টি মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার জামিন মঞ্জুর করেন।
এর আগে পল্টন ও রমনা থানায় দায়ের করা পৃথক ৯টি মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ফখরুল আরও দুটি মামলায় এখনও জামিন না পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘটনায় ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানায় আটটি এবং রমনা থানায় তিনটি মামলা রয়েছে।
আরও পড়ুন: ১০ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর ও হামলার অভিযোগে গত ২৯ অক্টোবর রমনা থানায় একটি মামলা করে পুলিশ।
মামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।
এ মামলায় গত ২৯ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: মির্জা ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের রুলের শুনানি রবিবার
১১ মাস আগে