স্ত্রী-স্বামী নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-স্বামী নিহত
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও স্বামী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ লালপুর এই দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪২)।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল আল রাজি জানান, চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম ট্রেনে নওগাঁয় বোনের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর প্রধান সড়কের পাশে অপেক্ষা করছিলেন।
আরও পড়ুন: নওগাঁয় ডাম্পট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ৩
তিনি আরও বলেন, এ সময় একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে বলে জানান তিনি।
এদিকে ভোরে একই উপজেলার গোধরা এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ত্রিপুরা সর্দার নিহত
১ বছর আগে