দৃঢ় সহযোগিতা
বাংলাদেশের সঙ্গে ‘দৃঢ় সহযোগিতা’ অব্যাহত রাখার অঙ্গীকার সুইজারল্যান্ডের
সুইজারল্যান্ড পারস্পরিক সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে ‘দৃঢ় সহযোগিতা’ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।
তিনি বাংলাদেশের নেতৃত্বে তাদের সাফল্য কামনা করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশের সাথে পারস্পরিক সমৃদ্ধির জন্য শক্তিশালী সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়ানের অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন
১১ মাস আগে