৬টি
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৬টি বোমা উদ্ধার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ছয়টি দেশীয় বোমা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদ জানান, লালন শাহ হলের পকেট গেটে দুটি দেশীয় বোমা পড়ে থাকতে দেখে একদল শিক্ষার্থী প্রক্টরিয়াল বডিকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
পরে শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন এলাকা থেকে একটি, ব্যবসায় প্রশাসন অনুষদসংলগ্ন এলাকা থেকে দুটি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এলাকা থেকে একটিসহ চারটি দেশীয় বোমা উদ্ধার করা হয়।
প্রক্টর বলেন, দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য এসব বোমা রেখে থাকতে পারে।
আরও পড়ুন: রাজশাহীতে দুর্বৃত্তের ছোঁড়া পেট্রোলবোমায় আহত ২
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা পুলিশকে জানিয়েছি এবং তারা বিষয়টি খতিয়ে দেখবে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও গণমাধ্যম) পলাশ কান্তি নাথ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
১০ মাস আগে