ইঙ্গিত
বিসিবি সভাপতির মেয়াদ আরও ১ বছর বাড়ানোর ইঙ্গিত পাপনের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন অন্তত আরও এক বছরের জন্য বিসিবির দায়িত্ব বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই ইঙ্গিত দেন।
আরও পড়ুন: চিকিৎসক আমাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন: পাপন
নাজমুল বলেন, ‘সবেমাত্র মন্ত্রী হয়েছি। প্রথমে মন্ত্রণালয়ের দিকে মনোনিবেশ করা যাক। যেহেতু এটি খেলাধুলার বিষয়, তাই এটি আমার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
দুই ভূমিকার বিপরীতধর্মী চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার উন্নতির প্রয়োজনীয়তার উপরও জোর দেন।
আরও পড়ুন: নারী ক্রিকেট নিয়ে ব্যর্থতা স্বীকার করল পাপন
তিনি বলেন, ‘চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি বিশ্বাস করি এটা সম্ভব।’
নাজমুল বলেন, বর্তমান মেয়াদই হবে তার শেষ মেয়াদ।
আইসিসির বিভিন্ন কমিটিতে তার সদস্যপদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তত এ বছর আমাকে সভাপতি হতে হবে।’
নাজমুল বর্তমানে আইসিসির মনোনয়ন কমিটি এবং এইচআর অ্যান্ড রিমিউনারেশন কমিটিতে রয়েছেন।
আরও পড়ুন: সাকিবকে যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখনই আমরা তাকে পাই না: পাপন
২০১২ সাল থেকে এক দশকেরও বেশি সময় ধরে বিসিবির নেতৃত্ব দিয়ে দীর্ঘতম মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
বিসিবি সভাপতি হিসেবে নাজমুলের সিংহাসন পাকাপোক্ত হওয়ায় সংসদ সদস্য ও ক্রিকেট কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজাকে বিসিবির মুকুট জয়ের আশায় আরও এক বছর অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: আপাতত বিসিবিতে থাকবেন আকরাম, পরবর্তী সিদ্ধান্ত ২৪ ডিসেম্বর: পাপন
১১ মাস আগে