এজিবি কলোনি
মতিঝিলের এজিবি কলোনির ভবন থেকে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি ভবনের অষ্টম তলা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) ওই নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত মোছাম্মাৎ হামিদা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের স্ত্রী।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হামিদা আক্তার এজিবি কলোনির ৮/বি ফ্ল্যাটের ৩ নম্বর ভবনের বারান্দা থেকে পড়ে যান।
আরও পড়ুন: নিখোঁজের ৫ দিন পর মাটির নিচ থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই এসআই।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
১১ মাস আগে