ট্রাক মেরামত
নারায়ণগঞ্জে ট্রাক মেরামত করতে গিয়ে প্রাণ গেল চালক ও হেলপারের
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেরামত করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: মতিঝিলের এজিবি কলোনির ভবন থেকে পড়ে নারীর মৃত্যু
ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলী আশরাফ মোল্লা এসব তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে গিয়ে নষ্ট হয়ে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক-হেলপার ট্রাকটি ঠিক করছিলেন। হঠাৎ জেটি ভেঙে ট্রাক তাদের উপরে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজন নিহত হন।
আরও পড়ুন: রূপগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
তিনি আরও জানান, খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
টিআই জানান, তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ দুটি বর্তমানে ভুলতা পুলিশ ফাঁড়িতে রয়েছে।
এ ঘটনায় যথাযথ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু
মনপুরায় মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার
১০ মাস আগে