ওলি
পরাজিত স্বতন্ত্র প্রার্থী ওলি'র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
নির্বাচনি সভায় আপত্তিকর বক্তব্যের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও'র বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি ও নবনিযুক্ত গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আরও পড়ুন: নাটোরে ধর্ষণ চেষ্টার মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন তিনি।
বাদির আইনজীবী আব্দুল জব্বার মামুন রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার সময় গত ২৬ ডিসেম্বর সদর উপজেলার সুহিলপুরে নির্বাচনি এক সভায় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বক্তব্য দিয়েছেন ফিরোজুর রহমান।
আরও পড়ুন: অস্ত্র মামলায় খালাস পেলেন রিজেন্টের শাহেদ
তার ওই আপত্তিকর বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি হয়েছে। তাই ফিরোজুর রহমানকে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে গত ২৮ ডিসেম্বর থেকে তাকে পর পর তিনটি নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন: ৪ সপ্তাহ মামলা পরিচালনা করতে পারবেন না ২ আইনজীবী
কিন্তু তিনি সেই নোটিশ আমলে নেননি। তাই র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি করায় আদালতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। আগামী রবিবার এই মামলার শুনানি করবেন আদালত।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
১১ মাস আগে