ছিনিয়ে নেওয়া
নৌকার সমর্থককে পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট করায় কলেজ ছাত্রকে পিটিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বতন্ত্র ট্রাক প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-৪ আসনের খোকসা উপজেলা সদরের মাইক্রোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
আহত কলেজ ছাত্র অনিক বি-মির্জাপুর গ্রামের প্রবাসী তোফাজ্জেল শেখের ছেলে। খোকসা সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন অনিক।
ওই ছাত্র ও তার বন্ধুরা সুবর্ণা সিনেমা হল মার্কেটের একটি গ্যারেজে মোরসাইকেল মেরামতের কাজ করাতে এসেছিল। এ সময় তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র ও নৌকার সমর্থক অনিক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নিজ এলাকা বি-মির্জাপুরে নির্বাচন করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
তিনি জানান, প্রথম থেকে পৌর এলাকার ট্রাক প্রতীকের কয়েকজন নেতা তাকে ট্রাক প্রতীকের হয়ে কাজ করার জন্য বলেন। কিন্তু তিনি নৌকা প্রতীকের কর্মী হয়ে কাজ করেন।
মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রী রমজান আলী জানান, যাদের উপর হামলা হয়েছে তারা তিনটি মোটরসাইকেল নিয়ে গ্যারেজে আসেন। হামলাকারীরা একটি মোটরসাইকেল মালিকের উপর হামলা করে। এক পর্যায়ে লোকজন জড়ো হলে হামলাকারীরা দুটি মোটরসাইকেল নিয়ে যায়।
আহত কলেজ ছাত্র অনিকের মা লিপি খাতুন জানান, তার ছেলের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করবেন।
আরও পড়ুন: বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত
হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন তিনি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ জানান, ইতোমধ্যেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের বিরুদ্ধে থানায় কেউ এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা দেয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
১০ মাস আগে