আব্দুস শহীদ
এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল দ্বিতীয় (শ্রীমঙ্গল আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট মিছবাউর রহমান এ আদেশ দেন।
এদিন আবদুস শহীদকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে ৫ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি শেষে এক দিনের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
সরকারি পক্ষের আইনজীবী আবু নছর মোহাম্মদ মাসহুদ বলেন, বয়স বিবেচনায় আদালত সাবেক কৃষিমন্ত্রীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে মারামারি হয়। ওই ঘটনার পর গত ২৪ অক্টোবর ওই এলাকার মো. আহাদ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলায় সাবেক কৃষিমন্ত্রী, শ্রীমঙ্গলের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফসুফ আলীসহ ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করা হয়।
৩ সপ্তাহ আগে
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে
শিক্ষার্থীদের অভ্যুত্থানের সময় গণঅভ্যুত্থানের সময় হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ সাবেক মন্ত্রীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শরিফুর রহমান এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানে তিন কোটি টাকার বেশি নগদ অর্থ ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা মামলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার পাশাপাশি মানি লন্ডারিং আইনেও তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে আ. লীগ নেতা ডা. আবু সাঈদ
১ মাস আগে
আমি পেশায়-নেশায় সবকিছুর মধ্যে কৃষক: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, ‘আমি পেশায়-নেশায় সবকিছুর মধ্যে কৃষক। লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি, পিএইচডি ডিগ্রিও আমি নিয়েছি।’
তিনি বলেন, ‘সবকিছুতেই মোটামুটি টাচ দিয়ে এসেছি। চিফ হুইপ ছিলাম, সব মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাকটিভিটি ছিল আমার। তারপরও বলব আমি এখনো শিখছি। শেখার শেষ নেই। আমি শিখেই কাজ করতে চাই।’
আরও পড়ুন: নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না তারেক: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিন রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এটি অবশ্যই একটি বড় মন্ত্রণালয়। আমাদের কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন, আমাদের ক্ষমতার মধ্যে যা আছে করব।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, উদ্যোক্তারা সবাই মিলে যদি কাজ করি, এ শক্তি কিন্তু বড় শক্তি, এর রেজাল্টও কিন্তু আমরা পাব।
আরও পড়ুন: বিএনপি নেতাদের মুক্তি নিয়ে কৃষিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত: আইনমন্ত্রী
এর আগে যিনি (ড. মো. আব্দুর রাজ্জাক) কৃষিমন্ত্রী ছিলেন তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু, কৃষিবিদ ছিলেন। আমি আশা করব সব কর্মকর্তা আমাকে সাহায্য করবেন।
আব্দুর রাজ্জাকের মতো কৃষিবিদ যে মন্ত্রণালয় কাজ করে গেছেন, সেই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ মনে করছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই তো আমাদের জীবন। কোনো কাজ চ্যালেঞ্জ মোকাবিলা না করে ফলাফল অর্জন করা যায় না। এটা একটা বড় মন্ত্রণালয়। এখানে কাজের পরিধিও বেশি। আশা করি মন্ত্রণালয়ের সবাই সহযোগিতা করবেন। সবার সহযোগিতা থাকলে কাজ কেন করা যাবে না? চলছে তো ভালোই। নিশ্চয়ই আমি তাদের অভিজ্ঞতাকে ক্যাশ করার চেষ্টা করব।
এক প্রশ্নের জবাবে নতুন কৃষিমন্ত্রী বলেন, আমি আগে বুঝে নিই, তারপর ঠিক করব কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করব।
আরও পড়ুন: আমি যা বলেছি, কোনো ভুল বলিনি: কৃষিমন্ত্রী
সামনে আপনার চ্যালেঞ্জ কী- এ বিষয় তিনি বলেন, কৃষিতে তো উৎপাদনটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা যদি উৎপাদন না করতে পারি তাহলে বাজার কীভাবে দখল করব, মূল্য কীভাবে নিয়ন্ত্রণ করব কীভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করব।
আব্দুস শহীদ আরেক প্রশ্নের জবাবে বলেন, সিন্ডিকেট সব জায়গায় থাকে। তাদের কীভাবে ভেঙে দিতে হবে, সেটার পদ্ধতি বের করতে হবে। কাউকে গলা টিপে মারার সুযোগ নেই আমাদের। কর্মের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করতে হবে। সিন্ডিকেট অবশ্যই দুর্বল হয়ে যাবে।
আরও পড়ুন: বিএনপিকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি: কৃষিমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে কাদের
১১ মাস আগে