১০৫০০ পরীক্ষার্থী
এইচএসসি ও সমমানের ১০৫০০ পরীক্ষার্থী বৃত্তি পাবে: মাউশি
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।
এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ১২৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে যবিপ্রবি শিক্ষার্থীসহ পাঁচ ভুয়া পরীক্ষার্থী আটক
মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আগামী ২১ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মেধা তালিকার আওতায় যারা বৃত্তি পাবেন তাদের মাসে ৮২৫ টাকা ও বছরে একবার এককালীন ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাসে ৩৭৫ টাকা ও বছরে একবার এককালীন ৭৫০ টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ১২ পরীক্ষার্থী আটক, বহিষ্কার ৩
বিষণ্ণতায় ভুগছেন ৭৪ শতাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী: গবেষণা
১০ মাস আগে