উপশাখা
ইসলামী ব্যাংকের আরও ১২টি উপশাখা উদ্বোধন
সকল ধরণের আধুনিক ব্যাংকিং সুবিধাসম্বলিত আরও ১২টি উপশাখা উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
মঙ্গলবার(১৬ জানুয়ারি) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এই শাখাগুলোর উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মুহাম্মদ মনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপশাখাগুলোর উদ্বোধন করেন।
উপশাখাগুলো হলো- ঢাকার ইসিবি চত্বর, রাজশাহীর উপশহর ও তানোর, পটুয়াখালীর গলাচিপা, বরগুনার আমতলী, মাগুরার মহম্মদপুর, দিনাজপুরের হিলি, সিলেটের জকিগঞ্জ, নওগাঁর আত্রাই, পাবনার আতাইকুলা, কক্সবাজারের কালারমারছড়া ও চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার।
আরও পড়ুন: আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান।
মুহাম্মদ মনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে দেশের ব্যাংকিং খাতের সব সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লাখ ৫০ হাজার কম্বল দিলো ইসলামী ব্যাংক
১১ মাস আগে