খাদি উৎসব-২০২৪’
১৯ জানুয়ারি শুরু হচ্ছে ‘খাদি উৎসব-২০২৪’
‘খাদি: দ্য ফিউচার ফেব্রিক শো’ প্রতিপাদ্য নিয়ে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে আগামী শুক্র ও শনিবার (১৯-২০ জানুয়ারি) শুরু হচ্ছে ‘খাদি উৎসব-২০২৪’।
শুক্রবার ও শনিবার তেজগাঁও লিংক রোডের আলোকিতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই শো।
এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রয়াস বলে দাবি করছেন আয়োজকরা।
তারা বলছেন, পরিবেশবান্ধব ফ্যাশনের ভবিষ্যৎ গঠনের সম্ভাবনা সৃষ্টি করবে এই আয়োজন।
আরও পড়ুন: ২০২৪ সালে ‘প্রত্যাশিত’ চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক পণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে পারে: বিজিএমইএ পরিচালক
উৎসবে যা থাকছে
উৎসবে থাকছে ফ্যাশন ফিউশন রানওয়ে শো। এই শোতে শীর্ষ ডিজাইনাররা তাদের খাদি-অনুপ্রাণিত সংগ্রহ উপস্থাপন করবেন।
উৎসবের প্রথম দিন ডিজাইনার জাকিয়া ও মায়শা, আবির ও তাজবীর, ফাইজা আহমেদ, তেনজিং চাকমা, ইবালারিহুন, আফসানা ফেরদৌসী, ইমাম হাসান, সাদিয়া রশিদ চৌধুরী ও অভিষেক রায়ের ডিজাইন করা পোশাক-পণ্য প্রদর্শন করা হবে।
এছাড়া দ্বিতীয় দিনে শৈবাল সাহা, চার্লি, মাহিন খান, শাহরুখ আমিন, কুহু, নওশীন খায়ের, সায়ন্তন সরকার, লিপি খন্দকার, চন্দনা দেওয়ানের সংগ্রহসমূহ প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: তৈরি পোশাক শিল্পে মূল্য সংযোজনের ওপর জোর দিতে হবে: বিজিএমইএ সভাপতি
তবে এই আয়োজনে থাকছে বিশেষজ্ঞদের একটি প্যানেল। যারা বর্তমান ফ্যাশনের হাল-হকিকত, প্রভাবক, স্থায়িত্ব ও ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ গঠনে খাদির ভূমিকা সম্পর্কে আলোকপাত করবেন।
বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিলের প্রেসিডেন্ট মাহিন খান বলেছেন, ‘খাদি উৎসব ২০২৪’ আয়োজনের লক্ষ্য আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং টেকসই ফ্যাশন শিল্পের প্রচার। খাদি তার গভীর আবেদনের সঙ্গে আমাদের ঐতিহ্যকেই কেবল প্রতিফলিত করে না, এটিকে ধারণও করে।’
আয়োজনটির টাইটেল স্পন্সর ‘মায়া’, পাওয়ারড বাই বিজিএমইএ, কো-স্পন্সর এইচএসবিসি, বার্জার, রূপায়ণ গ্রুপ এবং বাই হিয়ার নাউ। তবে দুই দিনব্যাপী এই আয়োজনে ফ্যাশন শো শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।
আরও পড়ুন: গাজীপুরে সরকার নির্ধারিত মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
১০ মাস আগে