নিয়মতান্ত্রিক আন্দোলন
নিয়মতান্ত্রিক আন্দোলনের আহ্বান প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইনের প্রতিবাদে ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী আন্দোলনের আহ্বান জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে ভেটেরিনারি অনুষদের ৬২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।
আরও পড়ুন: অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে কঠোর অবস্থানে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার ভালোভাবে বুঝেই বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন প্রণয়ন করেছেন। প্রাণীর প্রজনন, উৎপাদন সকল বিষয়ে ভেটেরিনারিয়ানদের কার্যাবলী সেখানে উল্লেখ রয়েছে। আন্দোলন করলে নিয়মতান্ত্রিকভাবে করা উচিৎ।
এছাড়া নবীনদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘চাকরি নিয়ে হতাশ হবার কোনো কারণ নেই। ইতোমধ্যে সরকারি চাকরিতে ভেটেরিনারিয়ানদের পদ সংখ্যা বাড়ানো হয়েছে। একজন ভেটেরিনারিয়ান হিসেবে সবসময় ভেটেরিনারিয়ানদের পাশে থাকব।’
আরও পড়ুন: রপ্তানি বাড়ানোর পরিকল্পনা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর
মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই: প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান
১১ মাস আগে