টোয়াব
পর্যটনখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ টোয়াবের ‘টিটা অ্যাওয়ার্ড’
বাংলাদেশের পর্যটন খাতে বিভিন্নভাবে অবদান রাখায় ট্যুর এজেন্সিসহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিকদের ‘টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা)’ পুরস্কার দেবে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্যিক সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
সোমবার(২০ মে) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটিন সভাপতি শিবলুর আযম কোরেশী।
আগামী ২৯ মে রাজধানীর একটি হোটেলে ২০ ক্যাটাগরিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে এই পুরস্কার তুলে দেবেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। প্রতিটি ক্যাটাগরিতে পর্যটন সেবার বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি আমিন হেলালী বলেন, ‘সরকারসহ সবাই ট্যুরিজমের প্রতি গুরুত্ব দিচ্ছেন (ফোকাস) করছেন)। টোয়াবের নেতারা আছেন যারা এই খাতকেসেক্টরকে এগিয়ে নিচ্ছেন। আমি মনে করি এটা আন্তর্জাতিক মানের হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘পর্যটনের উন্নয়নে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে পুরস্কৃত করে সেটার স্বীকৃতি দেবেন। যারা ডেডিকেশন দিয়ে কাজ করছে এ খাতে তালিকায় তাদের নামটি থাকা উচিত। এর মাধ্যমে সবার মাঝে একটি প্রতিযোগিতা তৈরি হবে। এর ফলে জিডিপিতে এ খাত আরও বেশি অবদান রাখবে।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, ‘পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের জন্য এমন আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন টোয়াবের সবার উদ্যোগে টিটা অ্যাওয়ার্ড প্রদান প্রোগ্রামটি করা হচ্ছে। স্থানীয় এবং বৈশ্বিক পর্যায়ে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে মূল্যবান অবদান রেখে চলেছেন, এমন ব্যক্তি, সংস্থা এবং উদ্যোগকে সম্মান জানানোর একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। তাদের যথাযথ স্বীকৃতি প্রদান করাই আমাদের উদ্দেশ্য।
ট্যুরিস্ট পুলিশের জনসংযোগ বিভাগের পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ট্যুরিজম বিভাগে যারা কাজ করি তাদের পুরস্কার দেওয়া হলে কাজের গতি বেড়ে যাবে।
তিনি আরও বলেন, ‘এ খাতে আমরা শুধু সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করি। তবে খাতে যারা আমাদের হেল্প করছে তাদের সঙ্গে চুক্তি করছি। রেস্টুরেন্টগুলোতে নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে এবং পর্যটকরা তাদের নানা অভিযোগ জানাতে পারে সেজন্য ট্যুরিস্ট পুলিশ একটি অ্যাপস তৈরি করছে।
এমন পুরস্কার পর্যটন খাতকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা আকতার আহমেদ বলেন, ‘টোয়াব সব সময় আমাদের নতুন কিছু দেয়। তাদের কাছ থেকে যেসব আইডিয়া আসে সব ইনোভেটিভ আইডিয়া। তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা প্রশংসনীয় উদ্যোগ।’
সংবাদ সম্মেলনে টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) সম্পর্কে আলোচনা করেন টোয়াবের সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান।
টোয়াবের পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও ছিলেন- বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা, টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) অনুষ্ঠানের টেকনোলজি পার্টনার এম৩৬০ আইসিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মোস্তাক আহমেদ ও সিইও ফাহিম শাহরিয়ার এবং টোয়াবের সব পরিচালক ও অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির সদস্যরা।
৬ মাস আগে
ফেব্রুয়ারিতে ১২তম ‘বিমান বিটিটিএফ-২০২৪’ আয়োজন করবে টোয়াব
বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারির শুরুতেই।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এই মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্যিক সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
আরও পড়ুন: পাবনায় স্বজনদের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি
এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১৭ জানুযারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এসব বিষয় জানায় টোয়াব।
এ সময় সমঝোতা স্মারক সই করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী এবং বিমান এর বিপণন ও বিক্রয় পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন।
আরও পড়ুন: বাল্কহেড ধাক্কা দেওয়ায় ফেরিডুবির ঘটনা ঘটেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ‘বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৪’ দেশি-বিদেশি প্রায় ১০০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১৫০টি বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলায় অংশগ্রহণকারী সব সংস্থা দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিশেষ ছাড়ে বিমানের টিকিট কেনার সুযোগ থাকবে।
এছাড়া মেলায় ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভিয়েতনামের ট্যুরিজম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: শিগগিরই অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে ইইউ: চার্লস হোয়াইটলি
আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সভাপতি শিবলুল আজম কোরেশী।
টোয়াবের পরিচালক (বানিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি জানান।
আরও পড়ুন: রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত: হাছান মাহমুদকে ল্যাভরভ
এতে আরও বক্তব্য দেন- বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক জামিল আহমেদ, ঢাকা রিজিওন ট্যুরিস্ট পুলিশের এসপি মো. নাইমুল হক, মেলার কো- স্পন্সর সৌদি ট্যুরিজম অফরিটির স্ট্রাটেজিক পার্টনার সাইমন হলিডেজের সিইও আফসিয়া জান্নাত সালেহ্, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং ডাইরেক্টর সাদমান সালাউদ্দিন, আটাবের মহাপরিচালক আব্দুস সালাম আরেফ, টোয়াবের সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান ও এটিজেএফবির মহাসচিব জিয়াউল হক সবুজ।
আরও পড়ুন: কুষ্টিয়ার লালন শাহের মাজার ভ্রমণ: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
সংবাদ সম্মেলনে আরও উপাস্থিত ছিলেন- টোয়াবের প্রথম সহ-সভাপতি মো. এ. রউফ, টোয়াবের পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) মো. মনসুর আলম পারভেজ, পরিচালক মো. সজীবুল-আল-রাজীব, পরিচালক মো. ইব্রাহীম খলিল নোমান, পরিচালক মো. সাইফুল ইসলাম, বিটিটিএফ স্টিয়ারিং কমিটির কনেভনার ও সদস্য এবং টোয়াবের সদস্য ও কর্মকর্তারা।
১০ মাস আগে