৩টি তক্ষক
কুড়িগ্রামে বিলুপ্তপ্রায় ৩টি তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫
কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির তিনটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় তক্ষক বেচা-কেনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) ভোরে কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের মো. মনির উদ্দিনের বাড়ি থেকে তক্ষক তিনটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: পলাশবাড়িতে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪
বুধবার (১৭ জানুয়ারি) বিকালে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
তিনি জানান, বুধবার ভোরে কচাকাটা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করে।
আরও পড়ুন: পঞ্চগড়ে তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫
১১ মাস আগে