বাংলাদেশে শনাক্ত
করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ বাংলাদেশে শনাক্ত
পার্শ্ববর্তী দেশ ভারতে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরন শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে এই মুহূর্তে ঢাকা এবং ঢাকার বাইরের রোগী আছেন।
আরও পড়ুন: দেশে আরও ২০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
তবে তাদের মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোন হিস্ট্রি নেই। তারা দেশেই ছিলেন।
তাহমিনা শিরীন আরও বলেন, তারা প্রত্যেকেই ভালো আছেন। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯
১১ মাস আগে