থানা-আদালত
থানা-আদালত প্রাঙ্গণে জব্দ করা মালামালের তথ্য জানাতে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ
থানা, ডাম্পিং স্টেশন ও আদালত চত্বরের সামনে পড়ে থাকা মামলার জব্দ করা নমুনার সর্বশেষ অবস্থা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আইজিপিকে সারা দেশের থানা, ডাম্পিং স্টেশন ও আদালত প্রাঙ্গণে অরক্ষিত মালামালের প্রতিবেদন সংগ্রহ করে আগামী দুই মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।’
আরও পড়ুন: শিশু আয়ানের মৃত্যু : পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারি
আইনজীবী বলেন, ‘জব্দ করা মালামাল তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের সব আদালত ও থানায় পড়ে থাকতে দেখেন। এসব পণ্যের এমন অব্যবস্থাপনা আমরা পৃথিবীর আর কোথাও দেখিনি। বছরের পর বছর এভাবে পড়ে থাকার কারণে পরে তা রাষ্ট্রের বা মালিকদের কোনো কাজে আসছে না।’
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা তার কোনো জবাব দেননি। ফলে তারা পাঁচ আইনজীবী ২০২২ সালে হাইকোর্টে রিট দায়ের করেন।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩০ আগস্ট মালখানা ও থানায় জব্দ করা মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং জব্দ করা মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মহাসড়কে হাটবাজার, অননুমোদিত যানবাহন অপসারণের নির্দেশ হাইকোর্টের
১১ মাস আগে