অধিদপ্তরে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে পিপলএনটেক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তত্ত্বাবধানে ও অর্থায়নে, পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে পিপলএনটেক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আইসিটি অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফ্রিল্যান্সিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারীদের স্বচ্ছলতার জন্য কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন কোর্সে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে বলে জানায় পিপলএনটেক।
পিপলএনটেকের এই প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সঙ্গে ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সামসুল আরেফিন।
আরও পড়ুন: পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে বিসিক ঝিনাইদহ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন উপসচিব মো মনির হোসেন, উপপরিচালক নিলুফা ইয়াসমিন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দিদারুল কাদির ও প্রোগামার হারুন অর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপলএনটেক ইন্সটিটিউট অব আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চিফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, মানবসম্পদ ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা, পিপলএনটেকের প্রকল্প ব্যবস্থাপক সেলিম রেজা প্রমুখ
এর আগে গত বছরের ২৩ অক্টোবর বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সঙ্গে আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
আরও পড়ুন: সারা দেশে ৬০০ ভেটেরিনারিয়ানকে প্রশিক্ষণ দেবে এলডিডিপি
১০ মাস আগে