আন্তর্জাতিক মানদণ্ড
টিআইবির গবেষণা আন্তর্জাতিক মানদণ্ডে পড়ে না: আরাফাত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাচন নিয়ে যে গবেষণা করেছে, তা আন্তর্জাতিক মানদণ্ডে পড়ে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, টিআইবি অযৌক্তিক কথা বলেছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
তথ্যপ্রতিমন্ত্রী বলেন, যারা এই গবেষণা করেছেন, তাদের গবেষণার কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের কোনো গবেষণা নেই।
টিআইবির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। তারা অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে।’
টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা না, এটা তাদের মতামত বলে উল্লেখ করেন আরাফাত। তিনি বলেন, নির্বাচনে কিছু অনিয়ম হলেও নিবাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যারা অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন ছিল একতরফা ও কৃত্রিম প্রতিযোগিতা: টিআইবি
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং মিথ্যা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, 'আমি টিআইবিকে চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ করতে চাই; তারা আন্তর্জাতিক মানের কোনো জার্নালে গবেষণা পাঠিয়ে দেখুক, তারা এটা পাবলিশড করবে না। যদি পাবলিশ করে, তাহলে আমি মেনে নেব তাদের এটা গবেষণা হয়েছে।'
আরও পড়ুন: টিআইবি তাদের প্রতিবেদনের মাধ্যমে গণতন্ত্রবিরোধী শক্তির হাতে ‘অস্ত্র তুলে দিচ্ছে’: হাছান মাহমুদ
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের, আন্তর্জাতিক মানের কোনো জার্নাল এটি পাবলিশ করা তো পরের কথা, এটাকে গ্রহণই করবে না। কারণ এটি কোনো গবেষণার আন্তর্জাতিক মানদণ্ডের কোনো পদ্ধতি অনুসরণ অনুসরণ করেনি।’
তিনি আরও বলেন, 'সম্পূর্ণ গোজামিল দিয়ে একটি রিপোর্ট দাঁড় করানো হয়েছে। খুবই দুঃখজনক হলেও সত্য যারা এখানে সম্পৃক্ত ছিলেন, তাদের নির্বাচন, পলিটিক্যাল সায়েন্স-এ বিষয়গুলো নিয়ে কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের বেশির ভাগেরই কোনো পাবলিকেশন্স নেই।'
আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই দেশে সমৃদ্ধি ঘটছে: আরাফাত
১১ মাস আগে