ওসমানী উদ্যান
ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানো বন্ধ করলেন পরিবেশমন্ত্রী
রাজধানীর ওসমানী উদ্যানে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো বন্ধ করে দিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে পোড়া বর্জ্যের ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান তিনি।
বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী। কারণ এটি থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষিত করছে।
জবাবে ডিএসসিসির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে উন্মুক্ত স্থানে বর্জ্য পুড়িয়ে বায়ু দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ করপোরেশনকে এক লাখ টাকা জরিমানা করেন।
এ সময় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।
১১ মাস আগে