‘হুব্বা’
‘হুব্বা’ দুই বাংলার দর্শককে আকৃষ্ট করবে: মোশাররফ করিম
আগামী ১৯ জানুয়ারি কলকাতার সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘হুব্বা’। কলকাতার প্রযোজনার এই সিনেমা নির্মাণ করেছেন ব্রাত্য বসু।
হুব্বা শ্যামল পশ্চিমবঙ্গের ‘হুগলির দাউদ ইব্রাহিম’ হিসেবে পরিচিত। আর এই চরিত্রেই দেখা যাবে মোশাররফ করিমকে।
সিনেমাটি প্রসঙ্গে কলকাতার এক সংবাদমাধ্যমে নির্মাতা ব্রাত্য বসু জানান, সুপ্রতিম সরকারের একটি বই পড়ে তার এই চরিত্রটা ভালো লেগেছিল। তখনই তিনি বুঝতে পেরেছিলেন এখানে সিনেমা তৈরির অনেকগুলো উপাদান আছে।
আরও পড়ুন: 'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
সিনেমাটিতে পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।
‘হুব্বা’ প্রসঙ্গে গণমাধ্যমে মোশাররফ করিম বলেন, ‘দর্শকের প্রত্যাশা আরও বাড়বে। পূর্ণতা না পাওয়ার কারণই নেই। কারণ চরিত্রটিই অসাধারণ। এই চরিত্রের অনেক স্তর, তারপর মানসিক দিকগুলোতে অভিনয়, পরিশেষে সেই চরিত্রটি হয়ে ওঠা এবং গল্পটি যেভাবে বলা হয়েছে এসব কারণেই মনে হচ্ছে দর্শক নিরাশ হবেন না। গল্পটা যেভাবে বলা হয়েছে সেটা পূর্ণতা পাবেই।’
মোশাররফ আরও বলেন, ‘হুব্বা দুই বাংলার দর্শককে আকৃষ্ট করবে। তারা সিনেমাটি দেখে মজা পাবেন। আর নিজের কাজ নিয়ে আমি সব সময়ই আত্মবিশ্বাসী। কারণ ওই কাজটির সঙ্গে আমার সততা, শ্রম ও প্রত্যাশা মিশে থাকে।’
উল্লেখ্য, সাফটা চুক্তির অধীনে পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘হুব্বা’। এটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।
আরও পড়ুন: সিনেমাটি নতুন বছরের অনন্য পাওয়া: বুবলি
১১ মাস আগে