নতুন মৌসুম
ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু করেছে অভিষিক্ত দুর্দান্ত ঢাকা।
ঢাকার জয়ের মধ্য দিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম।
আরও পড়ুন: আইপিএলে সুযোগ না পেলেও বিপিএল নিয়ে আশাবাদী তাসকিন
টস জিতে ঢাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ভিক্টোরিয়ান্সকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রানে আটকে দেয়।
ভিক্টোরিয়ান্সের পক্ষে ইমরুল কায়েস ৬৬ ও তৌহিদ হৃদয় ৪৭ রান যোগ করেন। ইনিংসের শেষ ৩ বলে নিজের প্রথম হ্যাটট্রিক করে লাইমলাইটে আসেন শরিফুল ইসলাম।
ঢাকার হয়ে শরিফুল ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
জবাবে ৫ উইকেট ও ৪ বল হাতে রেখে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে সফল হয় ঢাকা।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
প্রথম উইকেটে মোহাম্মদ নাঈম ও দানুশকা গুনাথিলাকার ১০০ রানের জুটি ঢাকার জয়ের মঞ্চ তৈরি করে দেয়। নাঈম ৪০ বলে ৫২ ও দানুশকা ৪১ রান করেন। ২৪ রান যোগ করেন ইরফান শুক্কুর।
কুমিল্লার হয়ে তানভীর আহমেদ ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নিলেও পরাজয় এড়াতে ব্যর্থ হয় তারা।
বিপিএলের প্রথম ম্যাচে স্টেডিয়ামে প্রায় পূর্ণ দর্শক উপস্থিতি দেখা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।
আরও পড়ুন: বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
১১ মাস আগে