আটটি
আটটি গোপন ‘আটক কেন্দ্রের’ সন্ধান পেয়েছে গুম কমিশন
আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিশন আটটি গোপন আটক কেন্দ্রের সন্ধান পেয়েছে। এসব কেন্দ্রে বছরের পর বছর ধরে আটককৃতদের নির্যাতন করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এই তথ্য জানান।
তিনি বলেন, ‘আয়নাঘরের চেয়েও ভয়ংকর আটটি গোপন আটক কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে।’
আরও পড়ুন: বিএফআইইউর সাবেক চেয়ারম্যান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
তিনি বলেন, এ পর্যন্ত গুমের প্রায় ১ হাজার ৬০০টি অভিযোগ জমা পড়েছে এবং ৪০০টি অভিযোগের তদন্ত চলছে।
এসব অভিযোগের মধ্যে র্যাবের বিরুদ্ধে ১৭২টি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বিরুদ্ধে ৩৭টি, গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে ৫৫টি, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) বিরুদ্ধে ২৬টি, পুলিশের বিরুদ্ধে ২৫টি এবং অন্যদের বিরুদ্ধে রয়েছে ৬৮টি।
এছাড়া গুমের শিকার দুই শতাধিক ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানান কমিশনের প্রধান।
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে গত ২৭ আগস্ট পাঁচ সদস্যের কমিশন গঠন করে সরকার।
গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনাগুলোর তদন্ত, গুম হওয়াদের খুঁজে বের করতে গত ২৭ আগস্ট পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করে সরকার।
২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুমের ঘটনা তদন্ত, গুমদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে তারা গুম হয়েছেন তা নির্ধারণের জন্য এই কমিশন গঠন করা হয়।
আরও পড়ুন: সাবেক তিন এমপি-মন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
২ সপ্তাহ আগে
প্রধানমন্ত্রীকে আরও আটটি দেশের অভিনন্দন
টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আরও আটটি দেশের নেতারা।
দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল।
তাদের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ন্যাম সামিট: বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
ওই বার্তায় তিনি বলেন, ‘ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে আমাদের দু'দেশের মধ্যকার সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও জোরদার হবে বলে আমি আত্মবিশ্বাসী।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে আপনার উল্লেখযোগ্যভাবে দেশ পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের গল্প হিসেবে আবির্ভূত হয়েছে।’
আরও পড়ুন: পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সক্ষমতা নিয়ে মার্কিন বিশ্লেষক যা বললেন
তিনি আরও বলেন, 'আমি আত্মবিশ্বাসী যে আপনারা বাংলাদেশকে ২০৪১-এ স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে সামনের দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন।’
আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মূল্য দেয়।
তিনি বলেন, 'আমাদের অভিন্নতা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে আমাদের দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এক শুভেচ্ছা বার্তায় সাধারণ নির্বাচনে নতুন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘পুনঃনির্বাচিত হওয়া দেশের জন্য আরও অগ্রগতি অর্জনে আপনার যোগ্য নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।’
আরও পড়ুন: কোনো রকম দুর্নীতি মেনে নেব না: স্বাস্থ্যমন্ত্রী
আবদেল ফাত্তাহ বলেন, মিসর ও বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। দু'দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে টানা চার মেয়াদে যে নেতৃত্ব দেখিয়েছেন তার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বন্ধুপ্রতিম জাতির ভাগ্য নির্ধারণে তার পঞ্চম মেয়াদের সাফল্য কামনা করেন।
শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সবসময় ব্রাজিলের অবিচল অংশীদার থাকবে বলে আশ্বাস দেন লুলা দা সিলভা। একই সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও জোরদার করতে দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য নিয়ে অস্বস্তিতে নেই আ.লীগ: ওবায়দুল কাদের
পৃথক চিঠিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী, সহযোগিতা ও মানবিক পদক্ষেপমন্ত্রী জেভিয়ার বেটেল বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে আবার সরকার সগঠন করায় শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
১০ মাস আগে