মাথাবিহী
লালমনিরহাটে ভুট্টাখেত থেকে মাথাবিহীন লাশ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টাখেতে মাথাবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রমণীগঞ্জ গ্রামের একটি ভুট্টাখেতে লাশটি পাওয়া গেছে।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকা পোড়ানোর অভিযোগ
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে স্থানীয় এক নারী ওই ভুট্টাখেতে ঘাস কাটতে যান। এ সময় তিনি গলা কাটা লাশটি দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটির গলা কাটা, তাই পরিচয় পাওয়া যায়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ভরা মৌসুমেও লালমনিরহাটে সবজির দাম আকাশচুম্বী
১১ মাস আগে