আন্তর্জাতিক প্রতিষ্ঠান
নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হলাম: শাকিব খান
এদেশে সিনেমা নিয়ে যত আলোচনা তার বেশিরভাগ শাকিব খানকে ঘিরে। একের পর এক তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। সেগুলো নিয়ে চলছে তুমুল ব্যস্ততা। আর এরমধ্যেই ঢালিউড কিংকে নিয়ে এলো নতুন খবর। এবার কর্পোরেট ব্যবসায় নাম লেখাচ্ছেন তিনি।
একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত হলেন শাকিব খান। যেখানে বিশ্বমানের স্কিনকেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপের বিভিন্ন দেশে।
এ উপলক্ষে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন শাকিব খান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আর দুই পরিচালক শাহরিয়ার আলম ও আবুল বাশার হাওলাদার এবং প্রধান নির্বাহী এমদাদুল হক সরকার প্রমুখ।
অনুষ্ঠানে নিজের ব্যবসা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। কারণ, যে স্বপ্ন আমি দেখেছিলাম কয়েক বছর আগে, সে স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিং মলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখতাম, খুব গর্বিত হতাম। সেই সঙ্গে ভাবতাম, এই কাপড়ের মতো বাকি সব পণ্য, যেমন কসমেটিকস, টয়লেট্রিজ, ইলেকট্রনিকসও যদি আমার দেশে তৈরি হতো, কতই–না অসাধারণ হতো। তখন আমার বন্ধুদের সঙ্গে আমি কথা বলেছিলাম এমন একটা কসমেটিকস, টয়লেট্রিজ, স্কিনকেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন আমি দেখি, যা হবে বিশ্বমানের কিন্তু উৎপাদন হবে আমার দেশে তা হবে সব শ্রেণির মানুষের হাতের নাগালে ও সহজলভ্য আর মানে ও গুণে হবে সেরা।’
শাকিব আরও বলেন, ‘যেহেতু আমি সিনেমার মানুষ। প্রযোজনার ব্যবসা প্রতিষ্ঠান আমার রয়েছে। তবে এবার ভিন্ন এক জায়গায়। গণ্ডির বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা, এটা সত্যিই আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়। আপনারা যেমন ভালোবেসে আমাকে নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হলাম।’
১১ মাস আগে