শীর্ষক সেমিনার
ইআরডিএফবির আয়োজনে ‘দ্বাদশ সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গত ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের (ইআরডিএফবি) নেতারা বলেন, আওয়ামী লীগের এই বিজয় মূলত গণতন্ত্রের বিজয়। এই বিজয় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার পক্ষ শক্তির বিজয়।
শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ‘দ্বাদশ সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয়’ শীর্ষক সেমিনারে তারা একথা বলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবির সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।
আরও পড়ুন: শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার
এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।
অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, গত ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন করে গতি সঞ্চার হয়েছে। এবারের সংসদ নির্বাচন খুবই সুন্দর ও নিরপেক্ষ হয়েছে। এদেশের মানুষ এই রকম নির্বাচনই দেখতে চেয়েছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. জিনাত হুদা তার বক্তব্যে বলেন, বিরোধী দল বিএনপি যড়যন্ত্র করে নির্বাচন বর্জন করে। তারা মূলত নির্বাচন নস্যাৎ করতে ষড়যন্ত্র করেছিল। সেজন্য তারা ট্রেনে অগ্নিসংযোগ সহ মানুষ হত্যায় লিপ্ত হয়ছে। তাহলে মানবাধিকার কোথায়? তাদের কাজ কি মানবাধিকার সঙ্গে সম্পৃক্ত?
ড. জিনাত হুদা বলেন, চীন রাশিয়া, ইইউ, ইউএন সহ অনেক দেশ ও আন্তর্জাতিক জোট, সংগঠন বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন: ন্যাম সম্মেলন: ফিলিস্তিনিদের সমর্থন, রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, আমরা বাঙালি বীরের জাতি। বাংলাদেশের মূল শক্তি এদেশের সাহসী তরুণ প্রজন্ম। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র আমাদের এই তরুণ সমাজকে কখনো দমিয়ে রাখতে পারেনি।
ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের এই বিজয় বাঙালির বীরত্বেরই ইঙ্গিত বহন করছে। শিক্ষা-দিক্ষায়, জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে আমাদের এই তরুণ সমাজ ডিজিটাল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।
ইআরডিএফবির সাধারণ সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, গণতন্ত্রে বিশ্বাসী বাঙালি জনগণ স্বতঃস্ফূর্তভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে আগুন সন্ত্রাসীদের পরাজিত করে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে। জনগণের চূড়ান্ত রায়ে আওয়ামী লীগের এই বিজয় মূলত গণতন্ত্রের বিজয়কে সুনিশ্চিত করেছে।
আরও পড়ুন: তৈরি পোশাকের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এনবিআরকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ
১১ মাস আগে