কসাই
কম দামে মাংস বিক্রির জেরে কসাইকে খুনের অভিযোগ
রাজশাহীর বাঘায় কম দামে গরুর মাংস বিক্রি নিয়ে বিতর্কের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে মামুন হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে (কসাই) হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে দুর্বৃত্তের ছোঁড়া পেট্রোলবোমায় আহত ২
স্থানীয়রা জানান, মামুন হোসেন আড়ানী হাটে গরু জবাই করে কেজিতে ৬৫০ টাকা দরে মাংস বিক্রি করছিলেন। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেনও পাশে প্রতি কেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিলেন। দুইজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। বর্তমানে খোকন পলাতক।
আরও পড়ুন: রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যানচালক নিহত
খোকনের সহকারী আবদুস সালাম ও রফিকুল ইসলাম বলেন, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছু দিন আগে থেকে তারা ব্যবসা আলাদা করেছেন।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শনিবার তারা দুইজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
১১ মাস আগে