অর্থনৈতিক চ্যালেঞ্জ
অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ‘মন্থর সংস্কার’ নিয়ে সতর্ক করলেন ড. দেবপ্রিয়
বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন শ্বেতপত্রবিষয়ক কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার তার সংস্কার কার্যক্রম ত্বরান্বিত না করলে বাংলাদেশে সংস্কারপন্থী মনোভাবের গুরুত্ব কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, ‘এর মানে হলো, যারা এখন সংস্কারের পক্ষে, অর্থনৈতিক নিরাপত্তাহীনতার কারণে একপর্যায়ে তারা ভারসাম্যপূর্ণ সংস্কার থেকে সরে আসতে পারেন।’
শনিবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্বেতপত্র ও অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অর্থনীতিকে স্থিতিশীল করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রবৃদ্ধির প্রবণতা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা মোকাবিলার গুরুত্বের কথাও তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক।
দেশে নির্বাচন ও সংস্কারকে কেন্দ্র করে বর্তমানে সংঘাতের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন ড. দেবপ্রিয়। এছাড়া ধীরগতির প্রবৃদ্ধি, বেসরকারি খাতে বিনিয়োগের অভাব ও কর্মসংস্থানের চ্যালেঞ্জকে জরুরি বিষয় হিসেবে উল্লেখ করে আসন্ন বাজেট নিয়ে বিস্তৃত আলোচনার আহ্বান জানান তিনি। তার মতে, ‘প্রবৃদ্ধির হার বিশেষ করে ধীর হয়ে পড়ছে, বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যা বিদ্যমান।’
আরও পড়ুন: ১৫ বছরে অতিরিক্ত ক্যাপাসিটি পেমেন্ট ৩৬ হাজার কোটি টাকার বেশি: শ্বেতপত্র
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সুস্পষ্ট অর্থনৈতিক ইশতেহার উপস্থাপন না করায় সরকারের সমালোচনা করেন এই গবেষক।
তিনি বলেন, একটি সমন্বিত নীতি কাঠামোর এই অভাব মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের গৃহীত বিচ্ছিন্ন পদক্ষেপগুলো স্বীকার করার পাশাপাশি তিনি একটি সুষম ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য বিস্তৃত পরিকল্পনার ঘাটতির কথাও তুলে ধরেন।
সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, এলডিসি উত্তীর্ণ হওয়ার মতো বিষয়গুলো সরকার কীভাবে মোকাবিলা করবে এবং পিছিয়ে পড়াদের মধ্যমেয়াদি সহায়তা দেবে— সে বিষয়েও আমাদের স্পষ্টতা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বিগত আওয়ামী লীগ সরকারের প্রণীত বাজেটের অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমান সরকার সংশোধিত বাজেট পেশ না করায় আগের বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট সব সূচক অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
উন্নয়ন প্রকল্প নিয়ে স্বচ্ছতার অভাবেরও সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। বলেন, ‘এসব প্রকল্প যাচাই-বাছাই করার জন্য দৃশ্যমান নীতিমালা না থাকলে এগুলোর প্রভাব ও সম্ভাব্যতা মূল্যায়ন করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে।’
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত
৭২ দিন আগে
অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে বাংলাদেশ: ডিসিসিআই সভাপতি
ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আর্থিক বাজারের অস্থিরতা, ব্যালেন্স অব পেমেন্ট ও টাকার অবমূল্যায়নের মতো কয়েকটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সেসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে দেশ।
শনিবার (২০ জানুয়ারি) রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সংবাদ সম্মেলনে এ কথা বলেন সভাপতি।
অতীতের মতো বাংলাদেশ যত দ্রুত সম্ভব এসব অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথ ছাড়বে না: বিএনপি
অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করছে।
তবে অর্থনীতির প্রবৃদ্ধি স্থিতিশীলতার ধারায় ফিরিয়ে আনতে এ বছর বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ডিসিসিআই সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সিএমএসএমইগুলোকে প্রযুক্তিভিত্তিক করা এবং সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুন: অত্যন্ত গুরুত্বের সঙ্গে শরণার্থীদের দায়িত্ব নেওয়া উচিত প্রতিটি দেশের: ডেভিড ক্যামেরন
তিনি আমদানি বিকল্প শিল্পের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেডিকেটেড ক্রেডিট লাইন, ঋণ গ্যারান্টি ও ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই এবং শিল্পভিত্তিক স্টার্টআপগুলোর জন্য অর্থায়নে অ্যাক্সেস বাড়ানোর পরামর্শ দেন।
তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণ, রপ্তানি ফ্যাক্টরিং, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় এবং রেমিট্যান্স প্রবাহে আরও প্রণোদনা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে পারে।
বাণিজ্য অবকাঠামো ও পুঁজিবাজারে অংশগ্রহণের জন্য অল্টারনেটিভ ট্রেড বোর্ডকে (এটিবি) উৎসাহিত করারও দাবি জানান তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশার কারণে ঢাকার ২টি ফ্লাইট নামল সিলেটে
ডিসিসিআই সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
৪৩৫ দিন আগে