ঢাকা চেম্বারের সভাপতি
অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে বাংলাদেশ: ডিসিসিআই সভাপতি
ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আর্থিক বাজারের অস্থিরতা, ব্যালেন্স অব পেমেন্ট ও টাকার অবমূল্যায়নের মতো কয়েকটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সেসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে দেশ।
শনিবার (২০ জানুয়ারি) রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সংবাদ সম্মেলনে এ কথা বলেন সভাপতি।
অতীতের মতো বাংলাদেশ যত দ্রুত সম্ভব এসব অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথ ছাড়বে না: বিএনপি
অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করছে।
তবে অর্থনীতির প্রবৃদ্ধি স্থিতিশীলতার ধারায় ফিরিয়ে আনতে এ বছর বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ডিসিসিআই সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সিএমএসএমইগুলোকে প্রযুক্তিভিত্তিক করা এবং সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুন: অত্যন্ত গুরুত্বের সঙ্গে শরণার্থীদের দায়িত্ব নেওয়া উচিত প্রতিটি দেশের: ডেভিড ক্যামেরন
তিনি আমদানি বিকল্প শিল্পের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেডিকেটেড ক্রেডিট লাইন, ঋণ গ্যারান্টি ও ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই এবং শিল্পভিত্তিক স্টার্টআপগুলোর জন্য অর্থায়নে অ্যাক্সেস বাড়ানোর পরামর্শ দেন।
তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণ, রপ্তানি ফ্যাক্টরিং, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় এবং রেমিট্যান্স প্রবাহে আরও প্রণোদনা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে পারে।
বাণিজ্য অবকাঠামো ও পুঁজিবাজারে অংশগ্রহণের জন্য অল্টারনেটিভ ট্রেড বোর্ডকে (এটিবি) উৎসাহিত করারও দাবি জানান তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশার কারণে ঢাকার ২টি ফ্লাইট নামল সিলেটে
ডিসিসিআই সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
৯ মাস আগে