শীর্ষক সভা
জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়নে এনজিওর ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত
যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়নে এনজিওদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর হল রুমে রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান বলেন, যুবদের ক্ষমতায়নের মূল সূত্র হলো নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি যুবদের ক্ষমতায়ন, অংশগ্রহণ ও চেতনায় সমৃদ্ধ করে যুব অন্তর্ভুক্তির মাধ্যমে মূল উন্নয়ন ধারায় অংশগ্রহণ বাড়াতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনা অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে: অর্থমন্ত্রী
সভায় বিশেষ অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, যুব পলিসি তৈরি ও পাঠ্য পুস্তুকে নতুন কার্যক্রম তৈরি করার সময় যুবদের সম্পৃক্ত করতে হবে। এতে করে তাদের শেখার আগ্রত বিকশিত হবে।
তিনি আরও বলেন, চাকরির ক্ষেত্রে প্রান্তিক যুবারা অনেক পিছিয়ে আছে। যুবদের বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম তৈরি করতে হবে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম বলেন, তরুণদের বেশি বেশি সামাজিক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার বলেন, আইসিটি, সংস্কৃতি মন্ত্রনালয় ও যুব উন্নয়ন অধিদপ্তর একত্রে কাজ করলে যুবদের চাকরির ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে যাতে যুবরা ক্ষমতায়িত হবে।
আরও উপস্থিত ছিলেন- এনজিও বিষয়ক পরিচালক তপন কুমার বিশ্বাস, সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব কো-অপারেশন করিন হেনচোজ পিগনানি, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।
আরও পড়ুন: বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে: ধর্মমন্ত্রী
মির্জা আব্বাস ও এ্যানীর জামিন আবেদন শুনানির নির্দেশ
১১ মাস আগে