কুপিয়ে হ
নেত্রকোণায় ধর্ষণ মামলার বাদীকে কুপিয়ে হত্যা, ২ ভাই গ্রেপ্তার
নেত্রকোণার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদীকে কুপিয়ে হত্যার দায়ে দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার(২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতেতে র্যাব-১৪ এর সদর ব্যাটালিয়নের অপারেশনস অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান।
এতে বলা হয়, শনিবার(২০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে র্যাবের একটি দল দুই ভাইকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: শরীয়তপুরে কৃষককে কুপিয়ে হত্যা!
গ্রেফতাররা হলো- আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের শাহজাহানের দুই ছেলে মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)।
র্যাব জানিয়েছে, ধর্ষণ মামলার বাদী সেলিনা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
র্যাব আরও জানায়, নিহতের ননদ বেদেনা আক্তার গত ০৮ জানুয়ারি ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।
গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা
১১ মাস আগে