৪ কেজি
চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে স্বর্ণ পাচারের অভিযোগে রেজাউল ও ইসরাফিল নামে দুই যুবককে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আরও পড়ুন: সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে ৭টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
বুধবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি তাদের সন্দেহ হয়। তখন ওই মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকা পর্যন্ত পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়।
এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে মোটরসাইকেলের দুই আরোহী। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এর মধ্যে রেজাউলের কোমরের বেল্টের সঙ্গে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
২৩৭ দিন আগে
শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কেজি স্বর্ণ জব্দ
হযরত শাহজালাল বিমানবন্দরে সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (৩ জুলাই) সাড়ে ৫টার দিকে সেগুলো আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। পরে সেই ফ্লাইটের বিমানের সিটের ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও বলেন, জব্দ স্বর্ণগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা করা হয়েছে।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ জব্দ
২৬৫ দিন আগে
রাণীশংকৈলে ৪ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের সদৃশ্য বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে মাটির নিচ থেকে পিতলের গণেশ মূর্তি উদ্ধার
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সামরাডাঙ্গী এলাকার মমতাজ আলীর পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে বিষ্ণু মূর্তিটি উঠে আসে। মাছ ধরা শ্রমিকরা সেটি ইটের কোনো বস্তু ভেবে ফেলে দেয়। পরে ওই পুকুর লিজ নেওয়া মালিক শাহারিয়ার বিপ্লব মুর্তিটি পরিস্কার করে লুকিয়ে রাখেন। পরে এটি এলাকার লোকজনের মাঝে জানাজানি হয়ে গেলে পুকুর মালিক মমতাজ আলী পরে সেটি তার বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে পরে পুলিশ গিয়ে ওই মূর্তিটি মমতাজ আলীর বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মমতাজ আলীর পুকুরে মাছ ধরা সময় শ্রমিকরা একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির সন্ধান পায়। মঙ্গলবার সকালে ওই পুকুরে জাল টেনে তোলার সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের সেই বিষ্ণু মূর্তিটি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেটি দেখতে ভীড় জমায়। এরপর এলাকার লোকজন থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়। মূর্তিটির ওজন ৪ কেজি ১০০ গ্রাম।
ওসি আরও জানান, আপাতত মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হবে।
আরও পড়ুন: দিনাজপুরের বিরলে বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ে পুকুর খননের সময় উদ্ধার কৃষ্ণমূর্তি
৪২৭ দিন আগে