শিক্ষক আসিফ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বরখাস্তকৃত শিক্ষক আসিফকে জামায়াতের অভিনন্দন
সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে (ব্র্যাক) একটি ঘটনা জাতীয়ভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। শিক্ষা কারিকুলাম নিয়ে বিতর্কিত মন্তব্য ও প্রকাশ্যে পাঠ্যপুস্তকের পাতা ছিঁড়ে ফেলার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টির আসিফ মাহতাবকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, 'ফ্যাসিবাদী একদলীয় সরকার নৈতিকতা ও আদর্শ বর্জিত কারিকুলাম চাপিয়ে দিয়ে আমাদের শিক্ষার্থীদের চরিত্র ধ্বংসের গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ৯২ শতাংশ মুসলমান এই পাঠ্যক্রমটি প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর কর্মসূচিতে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার অভিযোগের শুনানি ৬ নভেম্বর
এতে বলা হয়, এই প্রেক্ষাপটে আসিফ মাহতাব একজন সত্যিকারের আদর্শবাদী শিক্ষকের মতো কাজ করেছেন। বিবেকের তাড়নায় উদ্বুদ্ধ হয়ে তিনি সমকামিতার কঠোর সমালোচনা করেছেন। বাংলাদেশের মানুষের অনুভূতির প্রতিধ্বনি করেছেন। তার দৃঢ় অবস্থানের জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তাকে বরখাস্ত করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মূলত এমন একটি শিক্ষা কারিকুলামের পক্ষ নিয়েছে যা জাতীয় পরিচয়বিরোধী। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে মাহতাবকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, 'আসিফ মাহতাবকে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করার জন্য আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: বিএনপি-জামায়াত বিশ্বে টাকা বিলিয়ে দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে: আইনমন্ত্রী
১০ মাস আগে