আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮’র শতবর্ষ উদযাপন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮’র শতবর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।
হোটেল রেডিসন ব্লুতে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আন্তর্জাতিক ইনার হুইলের প্রেসিডেন্ট ট্রিশ ডগলাস এবং কনস্টিটিউশন চেয়ারম্যান সিসেল এইচ মাইকেলসেন উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন মূল্যবোধের সর্বজনীনতা পুনর্ব্যক্ত করে: প্রণয় ভার্মা
শতবর্ষ উদযাপন উপলক্ষে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিকের নেতৃত্বে আহ্বায়ক নাজনীন মাহবুব, সহ-আহ্বায়ক নাহিদ নওয়াজ, নায়ার ইসলাম ও নাজ আফরিনসহ একটি কমিটি গঠন করা হয়েছে।
১৯২৪ সালে আন্তর্জাতিক নারী স্বেচ্ছাসেবী সেবামূলক সংস্থাটি প্রতিষ্ঠা করেন ইংল্যান্ডের ম্যানচেস্টার রোটারিয়ানের স্ত্রী মার্গারেট গোল্ডিং। এটি রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে নারীদের সংগঠন হিসেবে শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এর নিজস্ব কাঠামো ও উদ্দেশ্য নিয়ে একটি পৃথক সংস্থা হিসেবে বিকাশ লাভ করেছে।
সংস্থাটি বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক পরিষেবা ও দাতব্য সেবা দেয়। এ ছাড়া সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ক্ষেত্রেও অবদান রেখেছে।
১৯৮৫ সালে বাংলাদেশে প্রথম ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ গঠিত হয়। ডিস্ট্রিক্ট ৩২৮-এ ৬০টি ডায়নামিক ক্লাব রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন জাইকার
শেখ রাসেল দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
১০ মাস আগে