অজ্ঞাতপরিচয় নারী
লালমনিরহাটে ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭২) এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) বিকাল দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানান, ওই মহাসড়ক পার হওয়ার সময় বালু পরিবহনের একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাতনামা এক নারী।
আরও পড়ুন: নড়াইলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, অধিক রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তবে ওই নারীর কোনো নামপরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, চালক আটক
রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুরগি বিক্রেতা নিহত
১০ মাস আগে