১১ হাসপাতাল-ক্লিনিক বন্ধ
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ১১ হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ
নারায়ণগঞ্জের লাইসেন্সবিহীন ১১টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বুধবার(২৪ জানুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা এসেছে। জেলার মোট ২০০ হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে সনদ না থাকা ১১টি বন্ধ রাখার নির্দেশ পাঠিয়েছি। এ ছাড়াও তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠান আছে কি না তা দেখার জন্যও আমরা অভিযান চালাচ্ছি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সংকট পুঁজি করে সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলার দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দেন। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালে ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এই বিষয়ে ছাড় দেব না। দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। অনুমোদনহীন হাসপাতালকেও ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
১০ মাস আগে