নেতা সান হাইয়ান
স্পিকারের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির নেতা সান হাইয়ানের সাক্ষাৎ
সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপক্ষীয় বন্ধুত্ব, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা, বঙ্গবন্ধুর চীন সফর, সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: আবারও শীর্ষ করদাতা বিএটি বাংলাদেশ
স্পিকার বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় দেশের জাতীয় সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় রীতিনীতি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে।
বাস্তুচ্যুত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছে উল্লেখ করে স্পিকার রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা করেন।
আরও পড়ুন: বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত: পরিবেশমন্ত্রী
১০ মাস আগে