গ্রেডার মেশিন
নওগাঁয় গ্রেডার মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল গৃহবধূর
নওগাঁর বদলগাছীতে এক্সেভেটর (গ্রেডার) মেশিনের নিচে চাপা পড়ে মালা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় শারমিন আক্তার নামের অপর একজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চার মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শারমিন আক্তারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহত গৃহবধু মালা খাতুন নওগাঁর সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপন হোসেনে স্ত্রী এবং সে কাজের সুবাধে বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া থাকত।
আরও পড়ুন: বাজিধরে ২ কেজি গুড় আর কলা খাওয়ায় প্রাণ গেল যুবকের
আহত শারমিন বদলগাছীর জিধিরপুর গ্রামের মিলটন হোসেনের স্ত্রী।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে বদলগাছীর মাতাজি থেকে আসা এক্সেভেটর (গ্রেডার) মেশিন নওগাঁর দিকে নিয়ে যাচ্ছিল। পথে উপজেলার চারমাথা মোড়ে এসে মেশিনটি চালু না হলে থেমে যায়। চালু করার জন্য এক্সেভেটর (গ্রেডার) মিশিনটিকে ট্রাক দিয়ে ধাক্কা দিলে ব্রেকের বেল্ট ছিঁড়ে যায় এবং রাস্তার পাশে থাকা মালার উপর সেটি উঠে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় শারমিন নামে অপর একজন নারী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান।
এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পাওয়া মাত্রই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
দুর্ঘটনা কিছুটা বাড়লেও ২০২৩ সালে প্রাণহানি কমেছে ১৫ শতাংশ
৯ মাস আগে