আর্থিক সহায়তা
বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা ডিএনসিসি মেয়রের
রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
এর মধ্যে যারা বিশেষ চাহিদাসম্পন্ন, তাদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবেন তিনি।
আরও পড়ুন: ডিএনসিসি`র মার্কেটের অবৈধ দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি মেয়র
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেজগাঁও মোল্লাবাড়ি বস্তি পরিদর্শনে এসে এই ঘোষণা দেন মেয়র।
এ সময় ডিএনসিসি মেয়র ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, এটি একটি বেসরকারি মালিকানাধীন বস্তি। এখানে নিম্ন আয়ের মানুষের বসবাস। সরেজমিনে এসে দেখলাম প্রায় সব ঘর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এই তীব্র শীতে যেন তাদের কষ্ট না হয়, সেজন্য পর্যাপ্ত কম্বল সরবরাহ করা হবে। ইতোমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে শুকনা খাবার ও কম্বলের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: দৃষ্টিনন্দন স্ট্রিট আর্টে পোস্টার লাগালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএনসিসি মেয়রের
মেয়র আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ক্ষতিগ্রস্ত সবাইকে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমি নিশ্চিত করছি হতাহতরা সুচিকিৎসা পাবেন এবং ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আসবেন।
এ সময় মেয়র স্থানীয় কাউন্সিলর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের নির্দেশ দেন।
আরও পড়ুন: বস্তিতে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা ডিএনসিসি মেয়রের
তিনি বলেন, সাততলা বস্তি এলাকায় আমরা ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছি। বস্তিবাসীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সব বস্তি, মার্কেট ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে যেন অগ্নিকাণ্ড হলে প্রাথমিকভাবে ব্যবস্থা নিতে পারে। কারণ ফায়ার সার্ভিস আসতেও বেশ কিছু সময় লাগে। প্রশিক্ষণ জানা থাকলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।
আরও পড়ুন: শহর গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি মেয়রের
১১ মাস আগে
নিহত বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দিচ্ছে শাবিপ্রবি প্রশাসন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদের পরিবারকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৭ জুলাই) দুপুরে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই টাকা বুলবুলের পরিবারের কাছে টাকা পৌঁছে দেয়া হবে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ক্যাম্পাসের বেশিরভাগ জায়গায়ই ক্লোজড সার্কিট টেলিভিশিন ক্যামেরা (সিসিটিভি) আছে। যেসব জায়গায় এখনও ক্যামেরা নেই দ্রুত সেসব জায়গায় ক্যামেরা বসানো হবে।
এ সময় তিনি পুলিশ প্রশাসনের ভূমিকায় সন্তুোষ প্রকাশ করে বলেন, ‘পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। অতি দ্রুতই এই হত্যা রহস্য উদঘাটন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
এই হত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।
পড়ুন: শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় ৩ জনের সম্পৃক্ততা মিলেছে: পুলিশ
শাবিপ্রবিতে নিহত শিক্ষার্থীর বান্ধবীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন
২ বছর আগে
পিছিয়ে পড়া মানুষকে সহায়তা করবে নগদ ও ডানা ফিনটেক
দেশে পিছিয়ে পড়া মানুষদের ডিজিটাল পদ্ধতিতে এসএমই লোন ও সেবা দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ও ডানা ফিনটেকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ‘নগদ’এর প্রধান কার্যালয়ে ডানা ফিনটেকের কো-ফাউন্ডারে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী ইয়ার মোহাম্মদ ও ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
মঙ্গলবার নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে অংশীদারিত্বের ভিত্তিতে ‘নগদ’ ও ডানা ঋণদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই ডিজিটাল ঋণ প্রদানসহ গ্রাহকদের অন্যান্য আর্থিক সেবা দেয়া হবে।
আরও পড়ুন: ঢাকা, চট্টগ্রামের ‘নগদ’ পেমেন্টে ৭ শতাংশ ক্যাশব্যাক
এছাড়া এই চুক্তির মাধ্যমে সহজেই দেশের মাইক্রো ও এসএমই উদ্যোক্তা খাতে থাকা উদ্যোক্তারা ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে পারবেন। বিশেষ করে এসএমই ডিজিটাল লোন, বাই নাউ পে লেটার (বিএনপিএল) ও আর্ন ওয়েজ প্রপোজিশনসহ এমন আরও অনেক সুবিধা, যা ‘নগদ’ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সেবাটি যেমন ‘নগদ’র পেমেন্ট ইকোসিসটেমকে প্রসারিত করবে, তেমনি ডানা ফাইন্যান্সের এমবেডেড ঋণ ব্যবস্থাকেও প্রসারিত করবে।
আরও পড়ুন: করোনাকালে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে নগদ টাকার প্রবাহ আবশ্যক
চুক্তিপত্রে স্বাক্ষর অনুষ্ঠানে নগদ এর চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও ডানা ফিনটেকের কো-ফাউন্ডার এবং সিওও জিয়া হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন।
২ বছর আগে
মায়ের কোলে ফিরিয়ে দেয়া সেই নবজাতকের পাশে ‘পুনাক’
চাঁদপুর মতলবে সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করা সেই মাকে আর্থিক সহায়তা দিল পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুনাকের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে মতলব উত্তর উপজেলার হানিরপাড়ের সেই অসহায় মা তামান্না বেগমের ভাড়া বাসায় হাজির হন পুনাক সমিতির চাঁদপুর শাখার সভানেত্রী (পুলিশ সুপার মিলন মাহমুদের স্ত্রী) ডা. আফসানা শর্মী।
আরও পড়ুন: গাইবান্ধায় ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ
তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন পুনাক চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম, দপ্তর সম্পাদক ইশান আরাফাত (সহকারি পুলিশ সুপারের, মতলব সার্কেলের স্ত্রী) ও পুনাক সদস্য সোনিয়া কামাল ( মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান কামালের স্ত্রী)।
পরে ডা. আফসানা শর্মী ফুটফুটে শিশু মো. আবরারকে কোলে নিয়ে কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এবং শিশুটির মায়ের সঙ্গে আলাপ করেন। তিনি আশ্বাস দেন, শিশুটির জন্য পুনাকের সহায়তা অব্যাহত থাকবে এবং শিশুটির বাবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি লেবার পেইন নিয়ে মতলব উত্তরের শহরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন প্রসূতি তামান্না বেগম (২৪)। সে সময় তার স্বামী বেশ কিছুদিন যাবত নিখোঁজ ছিলেন। পরে সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান জন্ম হয়। এর পরেই হাসাপাতালের ম্যানেজার ও স্টাফরা ৪০ হাজার টাকা বিল পরিশোধের জন্য চাপ দেন। অসহায় অবস্থার এ সুযোগ নিয়ে এক দালাল তাকে শিশুটির সুন্দর লালন পালনের জন্য তাকে বিক্রির প্রলোভন দেখান।
আরও পড়ুন: নবজাতকের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ নার্সের বিরুদ্ধে
পরে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করে বুধবার বাড়ি ফিরেন। কিন্তু বাড়ি ফিরেই কান্নাকাটি ও বুকফাটা আহাজারি করতে থাকেন সন্তানের জন্য। এ ঘটনা জানাজানি হলে ইউএনও গাজী শরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েতউল্লাহ ও পুলিশ টিমের উদ্যোগ বৃহস্পতিবার বিকালে থেকে চেষ্টা চালিয়ে এই বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করে রাতেই মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।
২ বছর আগে
৪ জেলার ৬০ হাজারের বেশি মৎস্য চাষি পাচ্ছেন আর্থিক সহায়তা
করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে খুলনা বিভাগের চার জেলার ৬০ হাজার ৮৮০ মৎস্য চাষিকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। ছয়টি ক্যাটাগরিতে ১০ থেকে ১৮ হাজার টাকা করে প্রণোদনার এ আর্থিক সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্য আয়ের চাষিরা।
৩ বছর আগে
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নঈম গওহরের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতি কবি (গীতিকার) প্রয়াত নঈম গওহরের পরিবারকে সহায়তা হিসেবে শিগগিরই একটি প্লট বা ফ্ল্যাট হস্তান্তর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে
১,৬০০ ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তিবদ্ধ নন এমন ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেয়া অব্যাহত রেখেছে বিসিবি।
৪ বছর আগে
মানিকগঞ্জে ৫০০ দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা দিল সিজেএম
করোনাভাইরাস সংকট মোকাবিলায় মানিকগঞ্জ পৌর এলাকার ৫০০ দুস্থ পরিবারকে তিন হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেএম)।
৪ বছর আগে
কোভিড-১৯ সংকটে আর্থিক সহায়তা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান টিআইবির
কোভিড-১৯ সংকট এবং এর প্রভাব উত্তরণে সরকারকে আর্থিক সহায়তা দেয়া এবং সম্ভাব্য দুর্নীতি রোধে সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৪ বছর আগে
রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের ৮৭৭ মিলিয়ন ডলার তহবিলের আবেদন
জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং সহযোগী এনজিওসমূহ মঙ্গলবার রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২০ সালের যৌথ কর্ম পরিকল্পনা (জয়েন্ট রেসপন্স প্ল্যান-জেআরপি) ঘোষণা করেছে।
৪ বছর আগে